লতা ইউপি উপ- নির্বাচন পাইকগাছায় চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর ভোটের লড়াই

0
302

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
আজ পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন সব ধরনের প্রস্ততি গ্রহন করেছেন। বুধবার সকালে থানা চত্বরে প্যারেড ব্রিফিং-এ নির্বাচনে দায়িত্বরত পুলিশ ও আনছার সদস্যদের প্রতি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম ও ওসি এমদাদুল হক শেখ সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য নির্দেশনা দিয়েছেন। এ সময় ইন্সপেক্টর রহমত আলী ও আনছার ভিডিপি কর্মকর্তা আশালতা উপস্থিত ছিলেন। এরপর দুপুরে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রিজাইডিং কর্মকর্তারা যার-যার মতো নির্বাচনী সরঞ্জাম নিয়ে লতার ৯টি ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝে নেন। ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বি আ’লীগ মনোনীত (নৌকা) প্রার্থী দেবী রানী বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল (আনারশ) ও সনজিত সরকার (চশমা) প্রতিক নিয়ে ভোটের মাঠে মর্যাদার লড়াইয়ে রয়েছেন। নির্বাচনে প্রায় ৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) ও অতিঃ দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল জানান, ভোট গ্রহনের জন্য প্রশাসন সব ধরণের প্রস্ততি গ্রহন করেছেন। প্রসঙ্গত, লতা ইউপি চেয়ারম্যান ও আ’লীগনেতা দিবাকর বিশ্বাসের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here