পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন রামগোপাল বর্মা

0
287

খবর৭১:দু’‌দেশ আলোচনা বসলে তবেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব‌। পুলওয়ামায় জঙ্গি হামলার পর একটি ভিডিও বিবৃতিতে একথাই বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার এই বক্তব্যকেই এবার কটাক্ষ করলেন চিত্র পরিচালক রামগোপাল বর্মা।

একাধিক টুইট করে পাক প্রধানমন্ত্রীকে বিঁধলেন রামগোপাল। তার কথায়, কথা বললেই যদি সমস্যার সমাধান হত, তাহলে ইমরান খান নিজে তিনটি বিয়ে করতেন না। বুধবার একাধিক টুইট করেন তিনি।

সেখানে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আপনি বলছেন কথা বললেই সব সমস্যার সমাধান সম্ভব। সেটা হলে আপনি নিজে তিনটে বিয়ে কেন করলেন?‌‌’

পরের টুইটে রামগোপাল লেখেন, ‘‌মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আমরা ভারতীয়রা জানিনা কোনও ব্যক্তি আমাদের দিকে বিস্ফোরক নিয়ে ধেয়ে এলে আমরা কীভাবে তার সঙ্গে আলোচনা করব?‌ আপনি আমাদের শিখিয়ে দিন। চিন্তা করবেন না, শিখিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। আমেরিকা জানে আপনাদের দেশে কে (‌ওসামা)‌ বসবাস করে। অথচ আপনারাই সেটা জানেন না। পাকিস্তান আদৌ দেশ তো!‌ কেউ বলেনি যে জৈশ–এ–মোহাম্মদ, লস্কর–এ–তৈবা, তালিবান, আলকায়েদা আপনার প্লে–স্টেশন। কিন্তু আমি আপনাকে কখনও বলতে শুনিনি যে, আপনি ওদের অপছন্দ করেন।’‌
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here