নড়াইলে ডিবির পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ২০ জন গ্রেফতার

0
308

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ডিবির বিশেষ অভিযানে ৫১ বোতল ফেনসিডিল ও নড়াইলের ৪টি থানায় পুলিশের বিশেষ অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত নড়াইল সদর থানায় ৬ জন, নড়াইল লোহাগড়া থানায় ৭ জন, নড়াইলের কালিয়া থানায় ৪ জন ও নড়াগাতি থানায় ৩ জন। অপরদিকে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের ডিবি পুলিশের এস আই সেলিম রেজার নের্তৃত্বে সংগীয়¡ এসআই সৈয়দ জমারত আলী এএসআই কামরুজ্জামান, মোস্তফা কামাল, কনস্টেবল সুজনসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে,গতকাল গভির রাতে, নড়াইল সদর থানাধীন চিলগাছা রঘুনাথপুর সাকিনস্থ মোছাঃ মুক্তা বেগম (৪০), স্বামী: মৃত মোস্তফা কাজী, সাং: চিলগাছা রঘুনাথপুর, থানা ও জেলা: নড়াইল এর বসতবড়ী দক্ষিন পাশের গোয়াল ঘরের মধ্য থেকে ৫১ বেতল ফোনসিডিল উদ্ধার করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম বার) নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান,নড়াইলের ৪টি থানার বিশেষ অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫১ বেতল ফোনসিডিল রয়েছে বলেও তিনি জানান এবং পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here