নাচোল সদর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যানপদে ৪জনের মনোনয়ন প্রত্যাহার

0
332

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে।উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,রোবার সকাল-১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাচোল ৩নং ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।চেয়ারম্যান পদে যারা মনোনয়ন প্রত্যাহার করেছে তারা হলেন ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন ও আবদুল হালিম এবং আওয়ামীলীগ দাবিদার সাবেক ইউপি সদস্য নাজমা খাতুন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ জানান,রোববার নাচোল সদর ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত মোতাবেক নাচোল উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন ও আবদুল হালিম তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(আওয়ামীলীগের মনোনীত প্রার্থী) আবদুস ছালাম,নাচোল উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ও বিএনপির অনুসারী বিশিষ্ট ব্যবসায়ী দুরুল হোদা আগামী ২৮ তারিখে অনুষ্ঠিত নাচোল সদর ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটে লড়বেন।উল্লেখ্য ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ গত বছর ২৯ অক্টোবর মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here