কলাপাড়ায় নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড

0
244

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ
কলাপাড়ায় পায়রা নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ওর্য়াকশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
দুই ঘন্টা চেষ্টার পর পটুয়াখালী-আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
স্থানীয়ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে , শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিল।
১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান।
তাৎক্ষনিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকান্ড বন্ধ হয়ে যায়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ মো.আবুল বাসার জানান, চায়নাদের ভাষ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
প্রথমে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চায়নারা আগুন নেভানোর চেষ্টা করেছে, আগুন তাদের নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে কলাপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে আমতলী এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে তিনি সাংবাদিকদের জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here