পাইকগাছায় স্কুল ছাত্র সড়ক দূর্ঘটনায় আহ, ৩০ ঘন্টা শ্রমিক ধর্মঘটে চরম জনভোগান্তি

0
548

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ঈগল পরিবহনের ধাক্কায় স্কুল ছাত্র এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাসির সাব্বির গুরুতর আহত হওয়ায় পরিবহন কাউন্টারের সামনে আগুন ও ২টি মিনিবাস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সকল যানবাহন বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। সর্বশেষে এমপি, মেয়র, জেলা পরিষদ সদস্য ও ওসি’র হস্তক্ষেপে পাইকগাছার সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে বাস ভাংচুরের বিষয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। প্রত্যাহারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ। প্রসঙ্গত, গত বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন প্রাণিসম্পদ অফিসের সামনে ঈগল পরিবহনের ধাক্কায় ভিলেজ পাইকগাছা গ্রামের দিনমজুর মুনছুর আলী সরদারের ছেলে ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাসির সাব্বির নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। তারা ঘাতক চালক ও হেলপারের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন সহ অবস্থান কর্মসূচী পালন করে। আন্দোলন চলাকালীন সময়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কতিপয় ছাত্ররা স্থানীয় রুটের বাস ভাংচুর করে। এর প্রতিবাদে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সড়কের বিভিন্ন স্থানে বেরিকেট দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জিরোপয়েন্টের দু’পাশে আটকে যায় অসংখ্য মালবাহি ট্রাক সহ অন্যান্য যানবাহন। বৃহস্পতিবার সকালেও টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম ভাংচুরের ঘটনায় পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৩৯৫/১৯, তাং- ১০/০১/২০১৯ ইং। এদিকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মানুষের দুর্ভোগ লাঘবে ধর্মঘট প্রত্যাহারের লক্ষে উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। তাদের যৌথ উদ্যোগের ফলে এবং এমপি ভাংচুর ঘটনার আগামী ১৫ জানুয়ারী সুষ্ঠু সমাধানের আশ্বস্ত করলে বেলা আড়াইটার দিকে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here