দূর্ঘটনার আশংঙ্কা রয়েই গেল

0
309

মোঃ আলী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দীর্ঘ দিন ধরে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ১নং রেলগেট পারাপারের কোন গেটম্যান ছিলনা বিপদের আশংঙ্কা মাথায় নিয়েই মানুষসহ সকল প্রকার যানবাহন চলাচল করত অরক্ষিত এ গেট দিয়ে। গেটম্যান না থাকায় ইতিপূর্বে ঘটেছে প্রানহানির মত অনেক
দূর্ঘটনা। দীর্ঘ দিন পর হলেও এখানে নতুন গেটম্যান নিয়োগ দেয় বাংলাদেশ রেলওয়ে। কিন্ত রেলগেটের উপর দিয়ে পূর্ব-পশ্চিম আড়াআড়ি ভাবে ১১ হাজার ভোল্টের বৈদ্যতিক তারের কারনে গেটের পূর্ব পাশের সিগনালটি ব্যবহার করা গেলেও পশ্চিম পাশের্^র সিগনালটি বৈদ্যতিক তারের কারনে ব্যবহার সম্ভব হচ্ছেনা। এজন্য বিপদের কারন রয়েই গেল। শাহাদৎ
হোসেন সাবু গেটের পাশের্^ বহুদিন ধরে রেডিও-টিভি মেরামতের কাজ করে আসছে, তিনি বলেন সিগনাল গেট না থাকার জন্য আমার চোখের সামনে অনেক কয়বার প্রাণহানির মত দূর্ঘটনা দেখেছি।
রেলওয়ে হিলি আইডব্লিউ বিভাগে কর্মরত জাহাঙ্গীর আলম বলেন বাগজানা রেলগেটের বরাবর উপর বৈদ্যতিক তারের জন্য একটা সিগনাল ব্যবহার করতে পারলেও অন্যটি পারছিনা। বৈদ্যতিক তারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমরা স্থানীয় পল্লীবিদ্যুৎকে অবহিত করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here