নড়াইলে নতুন বই উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আনজুম আরা

0
294

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে নতুন বই উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারী) নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল জেলায় মাদ্রাসা ও ভকেশনালসহ মাধ্যমিক পর্যায়ে ১১ লাখ ৪৬ হাজার ২ শত ১০ খানা পাঠ্যপুস্তক এবং এবতেদায়ী মাদ্রাসাসহ প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ লাখ বই বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ্ আলম এর সভাপতিত্বে বই উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈানিক বিডি খবর’র প্রকাসক ও সম্পাদক লিটন,দত, মো.শাহীদুল ইসলাম শাহী নড়াইল প্রতিনিধি। বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ শহরের সকল বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুম আরা। এছাড়া জেলার ৩টি উপজেলার সরকারি – বেসরকারি মাধ্যামিক ,প্রাথমিক বিদ্যালয়,কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় বই উৎসব পালিত হয়।
খবর৭১ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here