ইন্দোনেশিয়ায় সুনামির সৃষ্টি ফলে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু

0
384

খবর৭১:ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পর সাগরতলে ভূমিধস থেকে প্রবল সুনামির সৃষ্টি হয়েছে। তাতে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন।
সুনামিতে অধিকাংশ মৃত্যুর খবর এসেছে ইন্দোনেশিয়ার পান্দেগলাং, দক্ষিণ লামপাং ও সেরাং এলাকা থেকে।

সুন্দা প্রণালীর আশপাশের সৈকতে সুনামি আঘাত হানে। জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানে এই সুন্দা প্রণালী অবস্থিত। সেখানেই শনিবার রাতে সুনামি আঘাত হানার পর থেকে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। অন্তত ৪৩০টি বাড়ি ও নয়টি হোটেল এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে।

ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) জানিয়েছে, এই সুনামির সৃষ্টি হয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here