থেরেসা মে’কে ‘স্টুপিড উইম্যান’ বললেন করবিন

0
375

খবর৭১:ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মেকে ‘স্টুডিপ উইম্যান’ বলেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্টে বিতর্ক চলাকালে বিরোধী দলীয় এ নেতা এমন মন্তব্য করেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ব্রেক্সিট নিয়ে প্রশ্নোত্তর পর্বে করবিনের ঠোঁটের নড়াচড়া দেখে এই তথ্য প্রকাশ করা হয়। টিভি ক্যামেরায় এটি ধরা পড়ে। তবে করবিন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, যারা দেশের এই সংকটের সময়ে এ ধরনের তথ্য প্রচার করছেন তারা দেশের ক্ষতি করছেন।

এই অভিযোগ ওঠার পর হাউজ অফ কমন্সের স্পিকার জন বারকো বলছেন, ঘটনাটি তিনি দেখতে পাননি এবং সব এমপিকে বক্তব্যের ভিত্তিতে গ্রহণ করা উচিত। তবে কনজারভেটিভ এমপিরা বলছেন, করবিনের ব্যাখ্যায় সন্তুষ্ট নন এবং তার ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here