নড়িয়ায় শিক্ষকদেরর সাথে আ’লীগের প্রার্থী শামীমের মতবিনিময় সভা

0
224
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় করেছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক  শামীম। বুধবার  (১২ ডিসেম্বর ২০১৮) সকালে নড়িয়ায় তাঁর নির্বাচনী কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় এনামুল হক শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা সবসময়ই শিক্ষা বান্ধব। তিনি শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পায়। শিক্ষকদের মর্যাদাও বৃদ্ধি  পায়। তাই শিক্ষাখাত সহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য অাবারও জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। অার জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। কারণ, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা এগিয়ে যায়; আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। অার নড়িয়া-সখিপুরকে অাধুনিক, উন্নত ও সমৃদ্ধ করতে যা যা করণীয়,  তা করা হবে। এজন্য দেশকে এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে একযোগে কাজ করুন। নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন বাদলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারী, অাওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক জহির সিকদার, নড়িয়া উপজেলা  আওয়ামীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নুরুল অামিন রতন, নড়িয়া উপজেলার সহ-সভাপতি বাবুল হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শাহ অালম, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, লোকমান হোসেন খান, দেলোয়ার হোসেন খান প্রমূখ।
তিনি আরও বলেন, বিজয়ের মাসে বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী করবে। কোন ষড়যন্ত্র তাকে দাবিয়ে রাখতে পারবে না। উন্নয়ন, অগ্রগতি ও স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের রায় দিয়ে আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here