খাশোগি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে: তুরস্ক

0
219

খবর৭১ঃ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক এবং ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ কথা জানান।

তিনি বলেন, ‘ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অঙ্গন থেকে দাবি আসা শুরু হয়েছে। বর্বর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

চাভুসওগ্লু বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সৌদি আরব তাদের বিচারের আওতায় আনার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এটাই শুধু প্রত্যাশা; আর কিছু নয়।’

গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশলে ব্যাচলে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যার জন্য কে দায়ী তা জানার জন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

এর আগে, গত মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, যদি রিয়াদের সঙ্গে অচলাবস্থা দেখা দেয় তাহলে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আংকারা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের তদন্ত চাইতে পারে
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here