বিরামপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

0
290

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৮। সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাকে বাস্তবায়নের লক্ষে বাংলাদেশে বিভিন্ন সংস্থা’র উদ্যোগে দিবসটি পালন করা হয়ে থাকে।
দিনাজপুরের বিরামপুরে পল্লীশ্রী’র ইভিপিআরএ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পামডো’র সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়নের আর্থায়নে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ১০ ডিসেম্বর, সোমবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
৮ থেকে ১০ ডিসেম্বর তিন দিনব্যাপী বিরামপুর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পল্লীশ্রী ইভিপিআরএ প্রকল্পের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত শিক্ষা দলে মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনা করেন, পল্লীশ্রী’র সিনিয়র সিডিএস সাইফুল ইসলাম, সিডিএফ সোহেল রানা, ফাতেমা ও আনোয়ার। এতে বিভিন্ন আদিবাসী নেতা, সিএসও সদস্যগণ ও স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here