তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মননা

0
288

তালা অফিস:
সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপ-শহরে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান এবং সাংবাদিক আব্দুল আলীম প্রমুখ।

এ সময় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমে জীবন শুরু করায় স্বর্ণলতা দাস, সমাজ উন্নয়নে অবদান রাখায় গুলশানআরা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল হওয়ায় সালমা খাতুন, অর্থনৈতিক সফলতা অর্জনে মমতাজ বেগম ও সফল জননী নারী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত রওশনারা খাতুনকে জয়িতার সম্মাননা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here