আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ২৩৩ জন আবেদনকারীর আপিল শুনানি

0
221

খবর৭১ঃনির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষ দিনের মত গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়।

আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ২৩৩ জন আবেদনকারীর আপিল শুনানি গ্রহণ করবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিততে আপিল শুনানি গ্রহণ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (৭ ডিসেম্বর) ১৫০ জনের আপিল আবেদন নিষ্পত্তি করেছে ইসি। এর মধ্যে ৮৪ জন তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। ৫৯ প্রার্থীদের আবেদন খারিজ হয়েছে। আর ৭ জনের প্রার্থিতার বিষয়টি স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার আপিল শুনানির প্রথম দিনে ১৬০ জনের আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৮০ জন মনোনয়নপত্র ফিরে পেয়েছেন। অপরদিকে আপিল শুনানির প্রথম দিনে ৭৬ জনের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here