নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল গ্রহণের শেষ দিন আজ

0
298

খবর৭১:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল গ্রহণের শেষ দিন আজ বুধবার। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

এরপরে গত সোমবার থেকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে সোমবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ৮২ জন। আর দ্বিতীয় দিনে মঙ্গলবার আপিল করেন ২৩৪ জন। সব মিলিয়ে দুই দিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জন।

আরো জানা গেছে, আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। এ কারণে ইতিমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here