সোনারগাঁওয়ে ইউপি সদস্যসহ ৪ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
273

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে এক ইউপি সদস্যসহ ৪ বালু সন্ত্রাসীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন গতকাল মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন বরাত দিয়ে প্রধান সহকারী আব্দুল খালেক সরকার জানান, উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে ১৮৬০ এর ২৯১ ধারায় বৈদ্যেরবাজার ইউপির খামারগাঁও গ্রামের মৃত গহন আলীর ছেলে মোঃ মোস্তফা, একই এলাকার আবু ছাউদ এর ছেলে মোঃ সাদেক ও মৃত আঃ ছামাদের ছেলে বিল্লাল হোসেনকে চার হাজার টাকা করে ও বৈদ্যেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইসমাইলকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here