নেতাকর্মীদের মুক্তি চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

0
285

খবর ৭১: সুষ্ঠ নির্বাচনের স্বার্থে গ্রেপ্তারকৃত জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মুক্তি দেয়ার নির্দেশ প্রদানের আহ্বান জানানো হয়েছে। আজ জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসিন মন্টু স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়।
সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশেষ করে কোন প্রার্থীকে হয়রানীর প্রশ্নই আসেনা। চিঠিতে বলা হয়- রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত যে কোন রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন।
অতএব, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান সংবিধানের বিধান মেনে সকল রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত নেতাক-কর্মীদের মুক্তি দানের নির্দেশ প্রদানের অনুরোধ করা গেল।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here