তালায় মা-মেয়েকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানির অভিযোগ

0
363

খবর ৭১:
সাতক্ষীরা তালায় বসতভিটা থেকে উচ্ছেদ করতে মা-মেয়েকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২০নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় চরগ্রামে ঘটনাটি ঘটেছে।
জানাযায়,সাতক্ষীরার তালা চরগ্রামের মৃত চারু চন্দ্র রায়ের ছেলে কানু রায় (৬০) সাথে প্রতিবেশী কাসেম মোড়লের ছেলে মাজেদ মোড়লের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। কানু রায়কে বাসত ভিটা থেকে উচ্ছেদ করতে বিভিন্ন সময় হুমকি দিতো মাজেদ মোড়ল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে মাজেদ ও তার স্ত্রীসহ কয়েকজন কানুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় কানুর স্ত্রী আরতী রায় (৫০) বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করে। কানুর স্ত্রী আরতীর আর্তচিৎকারে তার মেয়ে অঞ্জলী রায় মাকে বাঁচাতে এগিয়ে এলে মাজেদগংরা তার শ্লীলতাহানীসহ পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয়। মা মেয়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে আহতবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মা ও মেয়ে তালা হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
আরতী রায় জানান, ঘটনার দিন তিনি ঘরের বারান্দায় বসে ছিলেন। এমন সময় হঠাৎ মাজেদ গংরা তার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেন।এ সময় তার মেয়ে অঞ্জলী ঠেকাতে গেলে তাকে টেনে হিচড়ে নিয়ে শ্লীলতাহানী করে লোহার রডদিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এ ব্যাপারে মাজেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় কানু রায় তালা থানায় অভিযোগ দায়ের করেছেন। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here