নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

0
369

খবর ৭১: নির্বাচনি আয়োজনে অনুঘটকের কাজ করেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। নির্বাচনে অংশ না নেওয়ার পেছনে বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়েই ইঙ্গিত দিয়েছেন ড. কামাল। তিনি বলেন, আমার নির্বাচনে অংশ নেয়া বড় কথা নয়। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছি।

ড. কামাল বলেন, আমি চাই দেশে ভারসাম্যের নীতি প্রতিষ্ঠা পাক। নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দমতো ভোট দিতে পারে সেটাই বড় কথা। যদিও আগেই নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে জানিয়েছিলেন তিনি।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বেই বিএনপিসহ ২০ দলীয় জোটও নির্বাচনে অংশ নিচ্ছে। আর জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় রাজনীতির চিত্রও বদলে গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে শীর্ষ নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ৫ বছর আগে যে বিএনপি নির্বাচন বয়কট করেছিল, সেই বিএনপি কার্যত তার ওপর ভর করেই নির্বাচনে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here