লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে আহত ১৫

0
200

ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা-সারোল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী ও আহতরা জানান, দীর্ঘদিন ধরে বাগডাঙ্গা-সারোল গ্রামে ৩১ শতক জমাজমি নিয়ে গিয়াস উদ্দিন খান ও লুৎফর রহমান খান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। হঠাৎ রোববার সকালে লুৎফর গ্রুপের সমর্থক ফসিয়ার খানের বাড়িতে প্রতিপক্ষ গিয়াস উদ্দিন ও তার ভাই আতাউর খান, ছেলে আব্দুর রহমান রানা, আজাদ খা, আলীজান, ইসামুল, সেকন মোল্যা, জাকির খাঁ সহ ৪০/৫০ জনে হামলা চালায়। এসময় ফসিয়ার খানকে ভিটে থেকে উচ্ছেদ করা সহ শরীকদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়।
সংঘর্ষে আহতরা হলেন লুৎফর রহমান, গোলাম রসুল আকরাম, ইলিয়াস খান, লিখন, মরফুল খান, আরত আলী, চাঁদ মিয়া, নুর খান, জোসনা বেগম, রাহিলা বেগম সহ অন্তত ১৫জন। আহতদের লোহাগড়া উপজেলা কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here