দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালিত

0
266

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুপচাঁচিয়া উপজেলা কমান্ডের আয়োজনে শনিবার সকালে জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নাজমুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, এবিএম আফতাব উদ্দিন, শামছুদ্দিন আহম্মেদ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের আহবায়ক শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু সহ জাতীয় ৪নেতা এবং সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন সহ তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here