২০ ঈদ চলে গেছে, বিএনপির আন্দোলন হবে কবে?’

0
271

খবর৭১ঃবিএনপির আন্দোলনের হুঁশিয়ারির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোরবানির ঈদ গেলে বলে আন্দোলন হবে রোজার ঈদে, রোজার ঈদ গেলে বলে কোরবানির ঈদ- দেখতে দেখতে ২০টা ঈদ চলে গেছে। ১০টা বছর। দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর। দেখতে দেখতে ১০ বছর, মানুষ বাঁচে কয় বছর।

বিএনপির আন্দোলনের ডাক ভুয়া। বিএনপি ১০ বছরে আন্দোলন করতে পারেনি। ১০ দিনে পারবে?- প্রশ্ন রাখেন তিনি।

শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপস্থিত জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। আগে সন্তানের নামের পাশে বাবার নাম বসত। এখন মায়ের নামও বসে। কে দিয়েছে এই সম্মান? কে নারীদের সম্মানিত করেছে? দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে সেই প্রতিদান কি আপনারা দেবেন? শুধু আপনারা দিলেই হবে না। এখন থেকে উঠান বৈঠকের মধ্য দিয়ে সবাইকে বোঝাতে হবে বাংলাদেশে নারীদের প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছে? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিয়েছেন শেখ হাসিনা। ব্রিজ, সেতু, কালবার্ট, উড়াল সেতু সব করে দিয়েছেন। শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে।

বিএনপি নালিশী পার্টি উল্লেখ করে কাদের বলেন, বিএনপি হলো নালিশ পার্টি, কথায় কথায় মিথ্যা বলা বলে। জাতিসংঘে গিয়ে নালিশ করে। বিদেশিদের কাছে নালিশ করে। তারা জাতিসংঘের ভুয়া চিঠি নিয়ে আসে। তাদের আন্দোলনের ডাকও সেই চিঠির মতো ভুয়া। জাতিসংঘের মহাসচিবের নামে ভুয়া চিঠি বানায়। এরা ভুয়া, ভুয়া, ভুয়া।

জনসভায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরীও বক্তব্য রাখেন।
।খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here