ব্রাজিলে ১২ হাজার বছরের পুরনো জীবাশ্ম উদ্ধার

0
248

খবর৭১:ব্রাজিলে দু’শ বছরের পুরনো জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লুজিয়ার জীবাশ্মের মাথার খুঁলি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পুড়ে যাওয়া জাদুঘরটি সংস্কার করতে গিয়ে ১২ হাজার বছরের পুরনো জীবাশ্ম উদ্ধার করা হয়।

চলতি বছরের সেপ্টেম্বরে রিও ডি জেনেরিওর এই জাদুঘরে আগুন লেগে সংরক্ষিত থাকা মহামূল্যবান নিদর্শন, প্রাচীন ও দুষ্প্রাপ্য শিল্পকর্মগুলো পুড়ে যায়।

ওই সময় ধারণা করা হচ্ছিল লুজিয়ার জীবাশ্মটিও পুড়ে গেছে। তবে গত শুক্রবার জাদুঘরের পরিচালক জানান, লুজিয়ার মাথার খুলির ৮০ শতাংশ তারা উদ্ধার করেছেন। বাকিটাও উদ্ধারের ব্যাপারে তারা আশাবাদী।

‘লুজিয়া’ নামের ওই নারীর জীবাশ্ম ১৯৭০ সালে ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিনাস গেরাইস রাজ্যে এটা পাওয়া গিয়েছিল। এটি ব্রাজিলে পাওয়া প্রথম এবং সবচেয়ে প্রাচীন মানব জীবাশ্ম
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here