অল্পের জন্য বেঁচে গেলেন রুশ ও মার্কিন নভোচারীরা

0
389

খবর৭১:দুই নভোচারীসহ রাশিয়ার সয়ুজ মহাকাশযানটি দূর্ঘটনায় পড়েছিল। তবে এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে নভোচারীরা।বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) পথে রওনা দেওয়া একটি বুস্টার রকেট মাঝ আকাশে বিগড়ে যাওয়ার পর কাজখস্তানে জরুরি অবতরণ করেছে সয়ুজ।

ওই দুই মহাকাশচারী অক্ষত আছেন এবং রকেটিও নিরাপদেই অবতরণ করেছে। কাজাখস্তানের বৈকানুর থেকে রকেটটি মার্কিন মহাকাশচারী নিক হেগ এবং রুশ কসমোনাট অ্যালেক্সেই ওভচিনিনকে নিয়ে মহাশূন্যে রওনা দিয়েছিল। রওনা দেওয়ার প্রায় ৯০ সেকেন্ডের মধ্যেই রকেটটিতে গোলযোগ দেখা দেয়। ফলে দ্রুত জরুরি অবতরণ করাতে হয় এটি।

এ দূর্ঘটনার পর রাশিয়া আপাতত মহাকাশে মানুষ পাঠানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দূর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

এর আগেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকালে সয়ুজে ছিদ্র ধরা পড়ে।

সে ছিদ্র দিয়ে মহাকাশ স্টেশন থেকে বেশ কিছু বাতাস বের হয়ে যায়। এতে মহাকাশে অবস্থানরত নভোচারীরা বিপদে পড়ার আশঙ্কা ছিল।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here