তালায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় বিএনপির ৭ জন গ্রেফতার

0
323

তালা অফিস:

সাতক্ষীরা তালা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বারুইহাটি শহীদ জিয়া স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে জামায়াত-বিএনপি’র আরো ৭ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়,রোববার থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বারুইহাটি শহীদ জিয়া স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলাদি পুরের মৃত ওহাব সরদারের ছেলে মনিরুজ্জামান মনি(৪৫), নেহালপুরের মৃত এরশাদ আলীর ছেলে শেখ আলতাফ হোসেন(৫২),দোহার গ্রামের মৃত ছমির মোড়লের ছেলে মোঃ ছবেদ আলী মোড়ল(৫০),মাগুরা গ্রামের মোঃ আলী বক্স শেখ’র ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৩৯),আটারই এলাকার মোঃ জামাল খাঁ’র ছেলে মোঃ রুহুল আমিন খাঁ(৩৫),ফলেয়া গ্রামের মৃত অবেদ আলী শেখ’র ছেলে মোঃ সবুর শেখ(৫৮) ও জিয়ালা নলতা গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আজম(৩২) কে গ্রেফতার করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল সাংবাদিকদের জানান,আটকৃতরা ঐ স্কুলের বারান্দায় নাশকতামূলক কর্মকান্ড সহ রাষ্ট্রের ক্ষতিসাধনমূলক কর্মকান্ড পরিচালনার জন্য বৈঠক করছিল। এমন খবরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে তারা গ্রেফতার হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো অন্তত ৪০/৫০ জনঅজ্ঞাত পরিচয় নেতা-কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া নিয়মিত মামলার আসামী উপজেলার বালিয়াদহ গ্রামের মোঃ সোবহান গোলদারের ছেলে রবিউল গোলদার(৪২) কে গ্রেফতার করেছে।

এব্যাপারে ২১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত পরিচয় আরো ৪০/৫০ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। যার নং জি,আর-২/১৮। তাং ৮.১০.১৮ ইং সোমবার আটককৃতদের আদালতে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানায়,পুলিশের গণগ্রেফতারের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন এলাকার থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here