ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

0
341

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ছাতকের ধনীটিলা, রাসনগর ও রতনপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে ২ লাখ টাকা প্রদানও ৫০ শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ধনিটিলা মনিপুরী মিলনায়তনে এসব শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে বাংলা থেকে ইংরেজী, ইংরেজী থেকে বাংলা ডিকশনারী এবং বাংলা বানানের অভিধান বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি অফিস সুপার রহিছ উদ্দিন, ট্রাইবাল এসোসিয়েশনের সভাপতি হিরেন্দ্র সিংহ, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি ব্রজেন্দ্র সিংহ, বর্তমান সভাপতি নিশিকান্ত সিংহ, ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক প্রশান্ত সিংহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে ১ হাজার ৫০০ টাকা, উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রতি জনকে ২হাজার ৫০ টাকা ও øাতক পর্যায়ের ১৯জন শিক্ষার্থীর প্রতি জনকে ৩হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here