দুপচাঁচিয়ায় বিভাগীয় বন কর্মকর্তার ইকো রেস্টোরেশন প্রকল্পের সংযোগ বাগান পরিদর্শন

0
842

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
ইকো রেস্টোরেশন প্রকল্পের আওতায় ২০১৭-১৮ সালের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে দুপচাঁচিয়ায় সংযোগ সড়ক বাগান পরিদর্শন করলেন বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সুবেদার ইসলাম। সোমবার সকালে তিনি বিভিন্ন সড়কের সংযোগ এ বাগান পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জয়পুরহাটের প্রাক্তন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা(এসএফএনটিসি) জিল্লুর রহমান, দুপচাঁচিয়া উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, কাহালু বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম, বন প্রহরী শাজাহান আলী, ওয়াচার আজিজার রহমান, বাগান মালী রফিকুল ইসলাম প্রমুখ। এদিন সকালে দুপচাঁচিয়ার বেড়াগ্রাম সরম মাজার হতে উপজেলার শেষ সীমানা পর্যন্ত ১০কি.মি., বেলোহালী হতে খানপুর হয়ে চৌমুহনী বালুকাপাড়া পর্যন্ত ৫ কি.মি. ও অন্যান্য সড়ক সহ ২০কি.মি. সংযোগ সড়ক বাগান পরিদর্শন করেন। পরে কাহালু উপজেলায় ১৫কি.মি. ও আদমদীঘি উপজেলায় ১৫কি.মি. সহ মোট ৫০কি.মি. সংযোগ সড়ক বাগান পরিদর্শন করেন তিনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here