খাদ্য ভবনে অভিযান, কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ

0
467

খবর৭১ঃরাজধানী ঢাকার খাদ্য ভবনে সোমবার সকালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসময় কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার খাদ্য বিভাগের কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির বৈঠকের তারিখ নির্ধারিত ছিল।

অফিস সহায়ক থেকে অফিস সহকারী পদে বিভাগীয় পদোন্নতির জন্য গঠিত কমিটির এই বৈঠক সামনে রেখে অনেক কর্মচারী জাল ও ভুয়া সনদ ব্যবহার করে পদোন্নতির চেষ্টা করছেন বলে দুদকে অভিযোগ আসে।

অভিযোগ পেয়ে দুদকের এনফোর্সমেন্ট দলের সদস্যরা খাদ্য ভবনে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ৩৮টি জাল সনদ জব্দ করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংস্থাটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

এদিকে জাল সনদ জব্দের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য অধিদফতর।

খাদ্য অধিদফতরের এমআইএসএন্ডএম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে তিন সদস্যের কমিটির অন্য দুজন হলেন- হিসাব ও অর্থ বিভাগের উপরিচালক মোহাম্মদ আমিনুল এহসান এবং সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের উপপরিচালক মো. আল-ওয়াজিউর রহমান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here