কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

0
297

খবর৭১ঃ পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ প্রায় আড়াইশ রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বুধবার (৩ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের ভবনে একটি ওষুধের দোকানে আগুন লাগে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে ভবনে আগুন লেগেছে সেখানে কার্ডিওলজি, আইসিইউ এবং মেডিসিন বিভাগ রয়েছে। তার পাশেই রয়েছে অক্সিজেন স্টোর। রোগীদের তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি দল কাজ করছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। পুরো হাসপাতাল চত্বর ধোঁয়ায় ভরে গেছে। এসময় রোগীদের নামিয়ে আনার সময় অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত স্ট্রেচারও পাওয়া যায়নি। চাদরে করে রোগীদের নিয়ে আসতে দেখা গেছে। তাদের খোলা আকাশের নিচে মাটিতে চাদর পেতে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে দমকল বাহিনী জানিয়েছে, বেশি ধোঁয়া থাকায় দমকল কর্মীরাও ভেতরে ঢুকতে পারছিলেন না। পরে গ্যাস মাস্ক পরে তারা বিল্ডিংয়ের ভেতরে ঢোকেন। এখনও আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও সাহায্য করছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here