মোস্তাফিজের দ্বিতীয় শিকার সরফরাজ, চাপে পাকিস্তান

0
356
Bangladesh's Mustafizur Rahman, left, celebrates the dismissal of Sri Lanka's Dasun Shanaka with teammate Mehidy Hasan during their second Twenty20 cricket match in Nidahas triangular series in Colombo, Sri Lanka, Friday, March 16, 2018. (AP Photo/Eranga Jayawardena)

খবর৭১ঃবাংলাদেশের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। ইতিমধ্যে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। কিছুক্ষণ আগে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দি করে সরফরাজ আহমেদকে ফেরালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান

শেষ খবর পর্যন্ত ৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২১। ইমাম-উল-হক ৬ ও শোয়েব মালিক ১ রান নিয়ে ব্যাট করছেন।

জবাবে শুরুটা শুভ হয়নি পাকিন্তানের। সূচনালগ্নেই ফিরে যান হার্ডহিটার ফখর জামান ও স্টাইলিশ বাবর আজম। মেহেদী হাসান মিরাজের বলে রুবেল হোসেনের দর্শনীয় ক্যাচ হয়ে ফেরেন ফখর। আর মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভেরিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাবর।

জিতলে সরাসরি ফাইনালে, হারলে ধরতে হবে দেশে ফেরার বিমান। এমন সমীকরণ নিয়ে বুধবার আবুধাবিতে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। টসে জিতে আগে ব্যাট করে মুশফিকুর রহিমের ৯৯ ও মোহাম্মদ মিথুনের ৬০ রানে ভর করে ২৩৯ রান করে টাইগাররা।

পাকিস্তানের হয়ে একাই ৪ উইকেট নেন জুনায়েদ খান। এছাড়া ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here