ঘোড়াঘাটে হাটের জায়গা দখলের হিড়িক

0
267

খবর৭১:ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে হাট পেরিফাইয়ের মধ্যে হাট ইজারাদারদেক ম্যানেজ করে অবৈধভাবে কিছু কিছু ব্যক্তি জায়গা দখলের হিড়িক পড়েছে। জানা গেছে, উপজেলার ডুগডুগীহাটে অবৈধ জায়গা দখলের পাশাপাশি বলগাড়ী হাটে হাট পেরিফাইয়ের মধ্যে গত সোমবার রাতে হাটটির খোলা তরিতরকারির গলিতে বলগাড়ী গ্রামের নজমল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ও লোহারবন্দ গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র চান মিয়া বাউন্ডারী ওয়াল দিয়ে রাতারাতি জায়গা দখল করে নিয়েছে। এ ব্যাপারে আরিফুলের সাথে কথা হলে সে জানায় হাট ইজারাদার এরশাদ আলীর সাথে যোগাযোগ করে তারা এ কাজ করেছে। বিনিময় তাদেক ইজারাদারকে দিতে হয়েছে কয়েক হাজার টাকা। এছাড়াও সরকারি ভাবে নিয়মিত উন্মুক্ত হাট শেড গুলোতে নিয়ম অনুযায়ী বহিরাগতরা এসে বিভিন্ন তরি তরকারি বিক্রি করার কথা। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী হাট ইজারাদারদের ম্যানেজ করে এ সমস্ত হাট শেডগুলি টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করে নিজস্ব সম্পদ হিসেবে গড়ে তুলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলুর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। উপজেলা নির্বাহী অফিসার সরকারী সফরে দেশের বাহিরে থাকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার যোগদান করলেই অভিযোগ করা হবে। এলাকাবাসী জানায় এ সব অবৈধভাবে দখল করা জায়গাগুলি উচ্ছেদ না করা হলে হাটের তওবাজার নামক গলি গুলি এক সময় ব্যক্তি মালিকানায় চলে যাবে। ফলে বহিরাগতরা হাটগুলিতে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জায়গা পাবে না। এলাকাবাসী বিষয়টির জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here