ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিবার আইন মানতে হবে

0
455

খবর৭১:ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটির জেরুজালেম মিশনের প্রধান ডেভিড কুয়েন্স এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দখলদারিত্বের অধীনে বসবাসরত নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের কর্তব্য এবং তাদের নিজস্ব আইন, সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে যতটা সম্ভব তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিতে হবে।’

পশ্চিম তীরের বেদুঈন গ্রাম ‘খান আল-আহমার’ ধ্বংসে ইসরাইলি প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেন তিনি দেশটিকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘পরিকল্পিত এই ধ্বংস সেখানকার সম্প্রদায়ের জীবন ও মর্যাদার ওপর নাটকীয় প্রভাব ফেলবে।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here