নান্দাইলে রাস্তা কাজে নিন্মামানের ইটের খোয়া ব্যবহার

0
523

এবি সিদ্দিক খসরুনান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলে এলজিইডি কর্তৃক উলুহাটি বাজার হতে রাজগাতী ইউপি সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে দেখা যায়, সরকারী নিয়ম অনুযায়ী ৫০% বালু ৫০% ১নং ইটের খোয়ার সঙ্গে মিশ্রন করে সাব ব্যাচ করার কথা থাকলেও ৭৫-৮০ ভাগ কাদা মাটির সাথে হালকা বালু দিয়ে তার উপর নিন্মামানের ৩নং ইটের খোয়া ছিটিয়ে সাব ব্যাচের কাজ সম্পন্ন করা হয়েছে ও সর্বনিন্মামানের ইটের র‌্যাবিশ দিয়ে কাজ করে যাচ্ছে। ২২ সেপ্টেম্বর ২০১৬ সনে রাস্তার কাজের উদ্ভোধন করেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। প্রায় ২ বৎসর চলে গেলেও এখন পর্যন্ত রাস্তা কাজ সম্পন্ন হয়নি। উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে জনগণের খুবই সমস্যা হচ্ছে। কাজের শুরুতে বালুর পরিবর্তে স্থানীয় একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে রাস্তায় খাদা মাটি ব্যবহার করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। থেমে থেমে কাজ আরম্ভ করা ও ধীরগতিতে কাজ এগিয়ে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তবে এই সপ্তাহে উক্ত রাস্তায় পুনরায় কাজ শুরু হয়েছে। এতে নিন্মামানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে রাস্তার কাজের সাইটে ঠিকাদারকে পাওয়া যায়নি। ঠিকাদারের প্রতিনিধি মো. কাজল মিয়া জানান, ‘স্থানীয় ইটখলার মালিক এই দুই নাম্বার ইটের খোয়া পাঠিয়েছেন”। ঠিকাদারের মোবাইল নাম্বার জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার রিয়াজ ভাই’য়ের তো অনেক কাজ। তাই সব কাজের তদারকিতে উনি আসতে পারেন না। পরে ঠিকাদার রিয়াজ উদ্দিনের সাথে কথা বললে তিনি একই কথা বলেন।” নান্দাইল উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, এলাকাবাসীর নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here