লালমনিরহাটে বন্যায় ভেসে আসা ৩ বিএসএফকে ফিরত দিয়েছে বিজিবি

0
236

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: হঠাৎ বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ সদস্যকে ফিরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (১১সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্প থেকে তাদেরকে ফিরত পাঠানো হয়েছে।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৮ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পের সদস্যরা কান্ট্রিবোট যোগে তাদের অভ্যন্তরে টহল দিতে গিয়ে বোট বিকল হলে ধরলায় ভেসে যায়। এ সময় তারা সীমান্ত পিলার ৯২৭/৪-এস অতিক্রম করে বাংলাদেশে ৪ কিলোমিটার অভ্যান্তরে ভেসে আসে।
খবর পেয়ে বিজিবি মোঘলহাট ক্যাম্পের সদস্যরা ধরলার নদীর ঘেরুরঘাট নামক স্থান থেকে তাদের উদ্ধার করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টেলিযোগাযোগের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদেরকে ফিরত পাঠায় বিজিবি। বিকল কান্ট্রিবোটটি বিজিবি’র কাছে জমা রাখে বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও জানান তিনি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here