ছাতকে বিরোধকৃত ভুমিতে দোকান সংস্কার নিয়ে দু’পক্ষ মুখোমুখি

0
217

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জাউয়ায় বিরোধকৃত ভুমিতে থাকা দোকানকোটা সংস্কার কাজ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যেকোন মুহুর্তে বিরোধকৃত ভুমি নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টির আশংকা করছেন এলাকাবাসী। এ ভুমির উপর আদালতের দেয়া স্থিতাবস্থার আদেশ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাঘেরকোনা গ্রামের মৃত হিরন খানের পুত্র রওশন খান সাগর গত ৩০ আগষ্ট জাউয়া পুলিশ দতন্ত কেন্দ্রে একটি জিডি(নং-৮০৫) এন্ট্রি করেন। অভিযোগ থেকে জানা যায়, জাউয়া বাজরের ২.৫ শতক ভুমি নিয়ে রওশন খান সাগরের সাথে জাউয়া ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত চমক আলীর স্ত্রী গুলনাহার বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ভুমি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। ২০১২ সালে ১৪ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ফৌজদারী রিভিশন(নং-৭৯/২০১২) এক আদেশে বিরোধকৃত ভুমিতে স্থিতাবস্থা জারী করেন আদালত। অবশেষে চলতি বছরের ২৭ হাইকোর্ট বিভাগের ফৌজদারী মিসকেইস (নং-৪৮২০৬/২০১২) জেলা ও দায়রা জজ আদালতের রায় বহাল রাখা হয়। সম্প্রতি আদালতের স্থিতাবস্থার আদেশ থাকা সত্বেও তাস উপেক্ষ করে তকদ্দুছ আলী ও গুলনাহার বেগম দোকানকোটা পুনঃনির্মানের চেষ্টা করছেন বলে অভিযোগে উলে¬খ করা হয়। এতে যেকোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকায় রওশন খান সাগর জাউয়া পুলিশ দতন্ত কেন্দ্রে এ জিডি করেন।##

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here