উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
242

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আমাদের মহান নেত্রী সাহসি অভিজ্ঞ গরীব, কৃষক, শ্রমিক, নারী ও শিক্ষা বান্ধব নেত্রী শেখ হাসিনাকে শক্তি দিতে হবে। গত ৯বছরে কাজের মাধ্যমে শেখ হাসিনা প্রমান করেছেন বাংলাদেশকে একটি উন্নত জাতিতে রূপান্তর করা সম্ভব। তিনি মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানিয়ে বলেন জঙ্গীবাদ নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করন, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ রোধে মসজিদের ইমাম, শিক্ষক ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ও দরিদ্র পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গভীর নলকূপ, স্যানিটেশন সামগ্রী বিতরন এবং প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন নানা ধরনের মতের মানুষ আমাদের মধ্যে ঢুকে কোন্দল ও বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আমাদের সাবধান হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবেনা। তিনি বলেন আমাদের জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে। দেশে এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয় নাই। প্রিয় মাতৃভুমিকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে এবং দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত রাখতে জনসাধারনের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুরের আয়োজনে দরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্টানে ৮০টি গভীর নলকূপ, স্যানিটেশন সামগ্রী এবং প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্টান ও অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ ও চেক বিতরন করেছেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here