চীনে আটক মুসলিমকে নিয়ে শঙ্কায় জাতিসংঘ

0
464

খবর৭১ঃচীনের শিনজিয়াং প্রদেশে প্রায় ১০ লাখ উইঘুর মুসলমানকে আটক রাখা হয়েছে বলে কয়েক দিন আগে একটি প্রতিবেদনে প্রকাশ করেছিল জাতিসংঘ।

ওই প্রতিবেদনের পর এবার আটক মুসলিমদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি বাংলার।

তবে মুসলমানদের আটকের এ তথ্য অস্বীকার করে চীন বলছে, কিছু ‘ধর্মীয় উগ্রপন্থীকে’, তাদের ভাষায়, ‘নতুন করে শিক্ষা’ দেয়ার জন্য আটক রাখা হয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘের এক কমিটি জানিয়েছে, তাদের হাতে একটি বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে যাতে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ পুরো উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলকে একটি বিশাল আকৃতির কারাগারে পরিণত করেছে।

ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস তার রিপোর্টে বলছে, লোকজনকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হচ্ছে এবং তারা ব্যাপকভাবে মারধরের শিকার হচ্ছে। বেশির ভাগ বন্দির বিরুদ্ধে কী অভিযোগ তা জানা যাচ্ছে না।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here