মোরেলগঞ্জে এক পরিবারের সবাইকে চেতনা নাশক খাইয়ে সর্বস্ব লুট

0
387

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বরিশাল গ্রামের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। অজ্ঞান পার্টির কবলে পড়া পল্লী চিকিৎসক ডাঃ আব্দুস ছালাম (৬৫), স্ত্রী মমতাজ বেগম (৫০), ছেলে মামুন (৩৬) ও পুত্রবধূ শাহিনা আকতার(২৫) কে সোমবার সকালে অজ্ঞান অবস্থায় তাদের পাশর্^বর্তী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাঃ আব্দুস ছালামের ছোট ছেলে মাসুদ বয়াতী জানান, ঘটনার আগের দিন রোববার সন্ধ্যার কোন এক সময় কে বা কাহার রাতের খাবার ভাতের সাথে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দেয়। রাত ১০ টার দিকে ডাঃ আব্দুস ছালামসহ সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ছোট ছেলে মাসুদ শ^শুর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে অজ্ঞান পিতা মাতা সহ ৪ জনকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরো জানান, অজ্ঞান পার্টির এ সদস্যরা রাতের কোন এ সময় ঘরে প্রবেশ করে স্বর্নালঙ্কার নগদ টাকাসহ দুই লক্ষাধীক টাকার মালামাল হাতিয়ে নেয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমদ্দার বলেন, তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোরেলগঞ্জ থানায় কোন অভিযোগ দায়ের হয়
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here