পলাশবাড়িতে সড়ক দূর্ঘটনা রোধে দেড়’শ মামলা

0
220

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের চিহ্নিত দূর্ঘটনা প্রবণ স্থান ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটায় ৩ দিনে দেড়’শ মামলা করেছে র‌্যাব।
জানা যায়. সড়ক দুর্ঘটনা রোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের নেতৃত্বে ট্রাফিক ও পুলিশের সমন্বয়ে নির্দিষ্ট পয়েন্টে বিভিন্ন যানবাহন চলাচলে সচেতনতা মূলক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে নির্দিষ্ট চেকপোস্ট পয়েন্টে গত তিনদিনে চলাচলরত বাস-ট্রাক, কোচ মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, সিএনজি ও মোটরসাইকেল চালকদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শসহ যানবাহন সমূহের ফিটনেস, রোড পারমিট, সীটবেল না পড়া ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা ত্রæটিবিচ্যুতি পূর্ণ ঘটনায় এসব মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here