গোল বন্যায় ভূটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0
323

খবর ৭১: সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ৫-০ গোলে ভুটানকে হারায় গোলাম রব্বানী ছোটনের দল।

আজ বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচ শুরুর ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আনাই মোগিনির দূরপাল্লার শট থেকে এগিয়ে যায় বাংলাদেশ। তাঁর এই গোলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের। ম্যাচের ৩৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন আনুচিং মগিনি। এর ঠিক পাঁচ মিনিটের ব্যবধানে ফের দলের পক্ষে তৃতীয় গোল করেন তহুরা খাতুন। বিরতিতে যাওয়ার আগেই স্কোর দাড়ায় ৩-০।

বিরতির পর মাঠে নেমেই ৬৯ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন মারিয়া মান্দা। সবশেষে ৮৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।

গতবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রাথমিক পর্বে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলার এই নারী ফুটবলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here