গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে বিল বোর্ড স্থাপন : বাড়ছে জনসচেতনতা

0
322

গোপালগঞ্জ প্রতিনিধি, : সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে বিল বোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের দুই পাশে ইতিমধ্যেই স্থাপিত হয়েছে এই বিল বোর্ড।
এ সব বিল বোর্ডে লেখা শ্লোগানগুলো এ রকম ‘গন্তব্যে কখনোই না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো ভালো, সুতরাং গাড়ি সাবধানে চালান’, ‘আপনার আদরের সন্তানকে এতিম করবেন না, গতিসীমা মেনে চলুন, সাবধানে গাড়ি চালান’, ‘নিরাপদে গাড়ি চালান, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন’, ‘দ্রæত গতি রোমাঞ্চকর, পরিণাম অতি ভয়ংকর’, ‘গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না’ ইত্যাদি। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এ সব বিল বোর্ড চালক ও পথচারীদের মধ্যে সাড়া ফেলেছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
মহাসড়কের গোপালগঞ্জ অংশের প্রায় ৭০ কিলোমিটারে প্রায় প্রতিদিন ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটে। গত ৭ মাসে অন্তত ৪০টি দুর্ঘটনায় ৬৬ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে সহ¯্রাধিক। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সদর উপজেলার মোল্লাহাট ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন শ্লোগান লেখা ৬২টি সচেতনতা মূলক বিল বোর্ড স্থাপন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
গাড়িচালক জসিম শেখ ও ইসমাইল আলম জানান, মহাসড়কের দুই পাশে সতর্কতা মূলক বিল বোর্ড স্থাপনের ফলে চালকরা উপকৃত হচ্ছে। অনেক সময় গতি বাড়িয়ে দিলেও বিল বোর্ড চোখে পড়ার পর নিজের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। তখন সতর্ক হচ্ছেন।
পথচারী সাইফুল ইসলাম, সুমন ঘোষ, কেয়া আক্তার জানান, অনেকে আইন না মেনে যত্রতত্র সড়ক পার হই। এতে অনেক সময় সড়ক দূর্ঘটনায় পড়ে জীবন দিতে হয়। এ সব বিল বোর্ড গুলো স্থাপনের ফলে আমরা সচেতন হচ্ছি। দেখে শুনে সড়ক পার হচ্ছি। এ কারণে সড়কে দূর্ঘটনা কমে আসবে। এমন উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তারা।
গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: জাসু শেখ বলেন, এ সব বিল বোর্ড স্থাপন করায় যানবাহন চালক ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ফলে তারা দেথে শুনে গাড়ী চালাচ্ছেন। এতে সড়ক দূর্ঘটনা অনেক কমে আসছে।
ইদানিং সময়ে গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, আমরা চালক ও পথচারীদের সচেতন করতে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে বিভিন্ন শ্লোগান সম্বলিত বিল বোর্ড লাগিয়েছি। এতে কিছুটা হলেও সবাই সচেতন হবে। ফলে জেলায় সড়ক দূর্ঘটনা কমে আসবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here