দানুশকা ঘুমিয়ে থাকার সময় ধর্ষিত হয় ওই নারী

0
226

খবর ৭১ঃদক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দানুশকা গুনাতিলকা।

এক নরওয়েজিয়ান নারীকে হোটেলরুমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগ গুনাতিলকার বন্ধুর বিরুদ্ধে।

এ বিষয়ে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’ জানায়, তদন্তে বেরিয়ে এসেছে-যখন ওই নরওয়েজিয়ান নারীকে হোটেলের রুমে ধর্ষণ করা হয় তখন ক্রিকেটার দানুশকা ঘুমিয়ে ছিলেন। এমনকি ওই হোটেলের যাবতীয় বিল গুনাতিলকাকেই পরিশোধ করতে হয়।

দাবি করা হচ্ছে, যে হোটেল কক্ষে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সেই নারী, সেখানে গুনাতিলকা উপস্থিত ছিলেন।

রোববার সকালে গুনাতিলকা ও তার বন্ধু যে হোটেলে ছিলেন, সেখানে দুই নরওয়েজিয়ান নারীকে নিয়ে গেছেন। পরে ওই নারীদের একজন ব্রিটিশ পাসপোর্টধারী সেই শ্রীলঙ্কান ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ২৬ বছর বয়সী সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

এ বিষয়ে পুলিশ জানায়, দুই নরওয়েজিয়ান নারী গত ১৫ জুলাই শ্রীলঙ্কায় পা রাখেন। দেশটি ভ্রমণ করতে এসেছিলেন তারা। এর মধ্যে এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুনাতিলকার যোগাযোগ ছিল।

তবে দানুশকার জবানবন্দি রেকর্ডের পর কলম্বোর কলুপিতিয়া পুলিশ বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত নয় শ্রীলঙ্কান এ ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার অন্যান্য গণমাধ্যমে থেকে জানা যায়, গুনাতিলকা নিজেই তার নরওয়েজিয়ান বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি সেই দুই নারীকে হোটেলে নিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। পরে সেখানে যোগ দেন গুনাতিলকার সেই বন্ধু।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here