কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে মামলা ,খালেদার জামিন নামঞ্জুর

0
233

খবর ৭১ঃকুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, গত সোমবার নিম্ন আদালতকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।

এ মামলায় গত ১ জুলাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার একটি আদালত। তবে, সেই আদালতে জামিন চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ৮ আগস্ট শুনানির দিন ঠিক রয়েছে। যেহেতু খালেদার জামিন না দিয়ে এবং আবেদন নিষ্পত্তি না করে শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করা হয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে হাইকোর্টে আপিল করা হয়।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর গত ১৬ জুলাই আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। এরপর মামলার কার্যক্রম মুলতবি করেন হাইকোর্ট।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here