বিএনপি নেতা মন্টু ৫ দিনের রিমান্ডে

0
378

খবর ৭১ঃ রাজশাহীতে বুলবুলের পথসভায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার রাজশাহী মহানগর হাকিম জাহিদুল ইসলাম রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রাজশাহী সিটি নির্নাবচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সাগরপাড়া মোড়ে পথসভায় গত ১৭ জুলাই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্তত তিনজন।এরপর শনিবার রাতে মন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্টুর আইনজীবী মোজাম্মেল বলেন, গ্রেপ্তারের পর মন্টুকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। মহানগর হাকিমের ৩ নম্বর আদালতের বিচারক জাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৭ জুলাই ওই পথসভার আয়োজন করেছিল জেলা ছাত্রদল। কর্মসূচি চলাকালে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক পথসভার পাশে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরদিন বোয়ালিয়া থানার এসআই শামীম হোসেন অজ্ঞাতপরিচয় আটজনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই হামলায় সংশ্লিষ্টতার বিষয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে ‘ফোনালাপের একটি অডিও হাতে পাওয়ার পর’ মন্টুকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর পুলিশ কমিশনার এসএম হাফিজ আক্তার রোববার দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই অডিও রেকর্ড সাংবাদিকদের শোনান।
আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হওয়া কথা রয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here