রাণীনগরে নিরাপদ মাংস উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
256

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিরাপদ মাংস উৎপাদনে মুরগী ও টার্কি ফার্মিং কৌশল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ কমিটির বাস্তবায়নে ২দিন ব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এই প্রশিক্ষণে সহায়তা প্রদান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে ২দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো: হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ছনিযা ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: আবু তালেব, উপজেলা প্রকৌশলী মো: সাইদুর রহমান মিঞা, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। ২দিন ব্যাপী এই প্রশিক্ষনে উপজেলার খামারী ও নতুন খামার করতে আগ্রহী এমন ১০০জন ব্যক্তি অংশগ্রহণ করছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here