বাগেরহাটে বড় ভাইয়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছে ছোট ভাইয়ের পরিবার

0
204

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বড় ভাইয়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছে ছোট ভাইয়ের পরিবার। কবলাকৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে একের পর এক হামলা ও মামলা দিয়ে হয়রানী ও সর্বশান্ত করছে বড়ভাই। রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ফকির মুরাদ হোসেন দম্পত্তি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার সংলগ্ন হাকিমের অটো মিলের পাশে বড়ভাই ফকির বাবুল আক্তার ও আমি ফকির মুরাদ হোসেন যৌথভাবে ১৯৯৭ সালে ৫২ শতক জমি ক্রয় করি। এর মধ্যে আমার টাকা কম থাকায় ৫২ শতকের মধ্যে আমি ১২ শতক জমি পাই। সে অনুযায়ী সীমানা দিয়ে ভোগ দখল করে আসছি। বর্তমানে জমির মুল্য কয়েকগুন বৃদ্ধি পাওয়ায় আমার বড় ভাইয়ের লোভ হয়। বড়ভাই বলে তোর জমি রাস্তায় দখল হয়ে গেছে, তাই তোর সীমানার মধ্যে আমার জমি রয়েছে। এ নিয়ে বড় ভাইয়ের সাথে আমার মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে ১৫ জুলাই বড় ভাই বাবুল আক্তার, তার স্ত্রী জলি বেগম, তাদের ছেলে খালেদ ফকির আমার সৎভাই ইলিয়াস ফকির তার স্ত্রী রানু বেগম ও ভাড়াটে সন্ত্রাসী হবি সেখসহ ১০/১২ জনের একটি দল সন্ত্রাসি লোহার রড, দা ও লাঠিসোটা নিয়ে আমার ভোগদখলীয় জমিতে প্রবেশ করে বসতঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। প্রকাশ্য দিনের বেলায় এঘটনার সময় জীবন নাশের ভয়ে আমরা কোন বাধা দিতে পারি নাই। আমার ছোট ছেলে শাকিল (বয়স ১৩ বছর) তাকে মাদক দ্রব্য দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকী দিলে সে ভয়ে ঘটনাস্থল থেকে সরে আসে। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বর ও চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে তারা ভাংচুরের ঘটনা দেখে দুঃখ প্রকাশ করেন। অথচ, এর দুইদিন পর ১৭ জুলাই বড়ভাই বাবুল আক্তার বাদী হয়ে আমি ,আমার স্ত্রী, ছেলে সাকিব ও মাফুজ সেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জন কে আসামী করে বাগেরহাট মডেল থানায় দায়ের করেন। ওই মামলায় আমার অনার্স পড়–য়া ছেলে সাকিবকে আদালতে চালান দেয়। উপায়ন্তর না পেয়ে আমরা সকলেই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক আমাদের জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্তি পাওয়ার পরে প্রতিনিয়ত আরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জীবন নাশের হুমকী দিচ্ছে বড়ভাই বাবুল আক্তার। এ অবস্থায় জীবন ও সম্পদ বাঁচাতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ফকির মুরাদ হোসেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here