নড়াইলের পুরোটাই ভ্রমণের জায়গা:অতিরিক্ত আইজিপি,বৃক্ষ রোপণ

0
331

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■  অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: মোখলেসুর রহমান বিপিএম (বার) বলেছেন, নড়াইল সৌন্দর্যমন্ডিত স্থান। চিরসবুজ জলমগ্ন দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। আমিও এখানে আসার অপেক্ষা করছিলাম, সুযোগ পেলাম তাই চলে এলাম। তিনি বলেন, এখানে সবচেয়ে বেশি আকষণীয় হিসেবে যেটি প্রতিফলিত, সেটি হলো বিভিন্ন প্রজাতির পাখি ও পরিযায়ী পাখি। এছাড়া অন্যান্য দেশি-বিদেশি পাখি সব সময়ে এখানে থাকে। বিশেষ করে শীতের সময়ে এখানে পাখির অভয়ারণ্যে পরিণত হয়। পাখির কলকাকলি পর্যটকদের মুগ্ধ করে। নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া এলাকায় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন দ্রুত হচ্ছে, উন্নয়নের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে যেমন পড়েছে; তেমনি মানুষের আনন্দ-বিনোদনের স্থানগুলোতে পড়েছে। মানুষ বিনোদনপ্রিয় হয়ে উঠছে, ভ্রমণ করছে। নড়াইলের পুরোটাই ভ্রমণের উপযুক্ত জায়গা, সেগুলোকে যদি যথাযথ ভাবে সৌন্দর্যমন্ডিত করা যায়-তাহলে বিভিন্ন এলাকায় অরুণিমার মতো স্থান গড়ে উঠতে পারে। নড়াইলের প্রকৃতি নির্ভর পথিকৃত হিসেবে আমাদের সামনে এসেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ রিসোর্ট ভূমিকা রাখছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) হাবিবুর রহমান বিপিএম, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিএম) নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম) সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ, নড়াইল জেলা বিশেষ শাখার সদস্যবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এর আগে আমের চারা রোপন এবং নড়াইলের বকুলতলা চা চত্বর উদ্বোধন করেন তিনি। এছাড়া বিকেলে লেকসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। দু’দিনের সফর শেষে রাত ৮টার দিকে। নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া এলাকায়‘ তিন লক্ষাধিক ফলদ, বনজ, ওষুধি গাছসহ সৌন্দর্যবর্ধনকারী অসংখ্য ফুল ও লতাপাতা।বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ হয়ে থাকে। বছরের প্রায় নয় মাস অতিথি পাখির বিচরণ রয়েছে এই। দেশি এবং অতিথি পাখির এ অভয়াশ্রম টিকিয়ে রাখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here