তালায় রথযাত্রা উৎসব শুরু

0
228

সেলিম হায়দার সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালায় আটদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
শনিবার বিকাল ৫টায় তালার মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়। আট দিনব্যাপী এ উৎসব উল্টো রথ টানার মধ্যে দিয়ে আগামী রোববার জুলাই (২২ জুলাই) বিকেলে শেষ হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। বিকালে রথযাত্রা শুরু হওয়ার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেজুতি, তালা সদর ইউপি চেয়ারম্যা ও যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
সমগ্র অনুষ্ঠানটি স ালনা করেন মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ শ্যামল চৌধুরী।
এছাড়া উপজেলার ঘোষনগর লোকনাথ মন্দিরে,জালালপুর, রথখোল ও মাগুরায় যথাযথভাবে রথযাত্রা পালিত হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here