অকৃতকার্যদের বকাঝকা না দিয়ে অনুপ্রাণিত করুন: প্রধানমন্ত্রী

0
260

খবর ৭১: এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তাদের বকাঝকা না দিতে অভিভাবকদের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ অকৃতকার্যদের হতাশ হওয়ার সুযোগ নেই। বরং তাদের আরও বেশি সচেতন হতে হবে যেন পরেরবারে পড়াশোনা করে ভালো ফল পেতে পারে। কেউ অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই। তাদের অনুপ্রাণিত করতে হবে, ভবিষ্যতে তারা এসব কাটিয়ে নিজেরা ভালো কিছু করতে পারে’

রবিবার (৬ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। এতে পরিবারের মুখ উজ্জ্বল হবে, দেশের মুখও উজ্জ্বল হবে। আর আমরা তো ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছি। আমাদের ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষিত হবে, উচ্চশিক্ষিত হবে। তারা দেশের কর্ণধার হবে। সেটাই আমাদের প্রত্যাশা। আগামীতে তোমাদেরই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।’

তিনি বলেন, ফলাফলের জন্য এখন আর দৌড়াদৌড়ি করতে হয় না। ডিজিটাল বাংলাদেশের কারণে ঘরে বসেই আজ ফলাফল জানা সম্ভব হচ্ছে। শিক্ষার জন্য গরীব ও মেধাবীদের মধ্যে থেকে ২ কোটি ৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তি উপবৃত্তি দিচ্ছি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।’

ছাত্রদের পাশের হার যাতে মেয়েদের সমান হয় সেজন্য ছেলেদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here